• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর পিএসসিকে ১৫ দফা প্রস্তাবনা দিলো এনসিপি স্বাস্থ্য খাতে অগ্রগতি ‘উৎসাহজনক’ তবুও গতি বাড়ানো প্রয়োজন : উপদেষ্টা এবারও বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগিতে মিলল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : আখতার হোসেন ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল নদী দূষণে ডলফিন ও মানুষ উভয়ই বিপদে: রিজওয়ানা হাসান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আত্মসাৎ করা ৪৫০০ কোটি টাকা ফেরত চেয়ে মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই : সালাহউদ্দিন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকারের তিতাসে ব্যাপক গণসংযোগ

প্রভাত রিপোর্ট / ৬৬ বার
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
oplus_0

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : জেল-জুলুম, রাজনৈতিক প্রতিহিংসার হামলা- মামলা ও নির্যাতনে জর্জরিত তৃণমূল থেকে উঠে আসা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৭৫-পরবর্তী আশির দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন আজকের প্রতিষ্ঠিত নেতা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আখতারুজ্জামান সরকার।তার নির্বাচনী এলাকা কুমিল্লা-২ (হোমনা-তিতাস) জুড়ে তরুণ সমাজের অনুপ্রেরণা নিয়ে এই নেতা রবিবার (১৯ অক্টোবর) ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদরের বড় ছেলে, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে তুলে ধরেন।আক্তারুজ্জামান সরকার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের গাজীপুর থেকে গণসংযোগ শুরু করে জগতপুর ইউনিয়নের সাগরফেনা,জগতপুর বাজার,উজিরাকান্দি ভূইয়ার বাজার,সাতানী ইউনিয়নের কালিপুর বাজার, জগশরির মার্কেট,গাবতলী,গুদারাঘাট, পুরাণ বাতাকান্দি ও বৈদ্যারকান্দি এলাকায় লিফলেট বিতরণ ও পথসভা করেন।এ সময় প্রতিটি ইউনিয়নের বিএনপি প্রেমী নারী-পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে যোগ দেন। তিতাস উপজেলা বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে।জগতপুর ইউনিয়নের উজিরাকান্দি ভূইয়ার বাজার,সাতানী ইউনিয়নের গুদারাঘাট ও বৈদ্যারকান্দির পথসভা গুলো গণসভায় রূপ নেয়।পথসভা গুলোতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা- তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান। তিনি বলেন,> “বিএনপি তৃণমূলের দল, জনগণের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের বহু দলীয় গণতন্ত্রের প্রতীক। আমরা দেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা তুলে ধরবো। এই আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটি জনগণের মুক্তির আন্দোলন।”
বিএনপির ত্যাগী নেতা আক্তারুজ্জামান সরকার আরও বলেন,> “যে দুঃশাসন ও দুর্নীতি আজ দেশকে গ্রাস করেছে, তা থেকে মুক্তি পেতে জনগণই হচ্ছে বিএনপির মূল শক্তি। তিতাস-হোমনার মানুষের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা।” দেশবরন্য রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও কুমিল্লার গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যার আমার রাজনীতির গুরু, তাঁর হাত ধরেই বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করছি। এবং সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার স্যারের দোয়া ও আশীর্বাদে আজকে আমি আপনাদের আক্তারুজ্জামান সরকার হতে পেরেছি।আমি যদি দল থেকে নমিনেশন পাই, তাহলে এম কে আনোয়ার স্যারের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো আমার নেতা ড. মোশারফ স্যারের সহযোগিতায়।গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবদল,কৃষকদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও