আজ
|| ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
প্রকাশের তারিখঃ ২০ অক্টোবর, ২০২৫
মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর ডক্টর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) দুপুর ২টায় সকল প্রার্থী স্বশরীরে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন মেম্বার ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেনের উপস্থিতিতে প্রার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে গোপালপুর, বাঘাইরামপুর ও চেঙ্গাতুলি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী: মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৫, মনোনয়নপত্র বাছাই: ২১ অক্টোবর ২০২৫, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৫, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ভোটগ্রহণের তারিখ: ৬ নভেম্বর ২০২৫।
এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা হলেন: মো. আল আমিন মিয়া, মো. বশির উদ্দিন, মো. মঙ্গল মিয়া, মো. আমির,মো. ইসমাইল হোসেন,দাতা সদস্য পদে মো. মতিন মনোনয়নপত্র জমা দেন, সংরক্ষিত মহিলা প্রার্থী হিসেবে মোসাম্মৎ মাজেদা বেগম মনোনয়ন পত্র জমা প্রদান করেন। আগামী দুই বছরের জন্য নির্বাচিত চারজন সাধারণ সদস্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন বলে প্রত্যেকে অঙ্গীকার ব্যক্ত করেছেন।
যদি নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করেন, তবে আগামী ৬ নভেম্বর বিদ্যালয়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.