মীর রোকনুজ্জামান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনটির বেহাল দশা,হয়ে গেছে জরাজীর্ণ ও ভগ্নদশা। পরিষদের কার্যক্রম চলছে ভাড়া করা একটি দোকানঘরে। উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউপি ভবনটি বাজারের এক কোণে দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হিসেবে। ময়লা আবর্জনায় ভরা, দেখলে মনে হবে এটা একটি পৌড় বাড়ি । জরাজীর্ণ এই ইউপি ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে প্লাস্টার খসে পড়ছে। কড়ি-বরগা খুলে পড়ছে। বারান্দার চালের টিনগুলো পড়ে যাচ্ছে। কাঠের তৈরি কাঠামো ভেঙে ভেঙে পড়ছে। সাহস করে কেউ ঢুকতে চায় না, না জানি কখন কিছু একটা ঘটে যায়। আর যে কোন মুহুর্তে ভবন ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনাও ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইতিমধ্যে পরিষদের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চেয়ারম্যান সাইদ আলী গাজী। জনসাধারণের নিরাপত্তার জন্য বারান্দার গ্রিলের দরজায় তালা লাগানো হয়েছে। পরিষদ চালানো হচ্ছে বাজারের অন্য একটা ভাড়া করা দোকানঘরে। স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলার সব জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন হয়েছে। আমাদের এই ইউপি ভবনটি এখনো হলোনা। অনেকে বলছেন এখানে ইউপি ভবন নির্মাণের জন্য জায়গা নেই। তারা আরও জানান, নির্বাচন সামনে আসলে চেয়ারম্যান পদপ্রার্থীরা ইউপি ভবন নির্মাণের আশ্বাস দেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে কেউ করতে পারে না। এমনকি বর্তমান চেয়ারম্যান সাইদ আলী গাজী ও নির্বাচনের আগে জনগণের আশার বাণী শুনিয়েছিলেন ভবন তৈরি করবেন। কিন্তু আজ অবধি তা করা সম্ভব হয়নি।
কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদ আলী গাজী বলেন, আমরা জনসাধারণের নিরাপত্তার স্বার্থে ভবনটি ব্যবহার বন্ধ করে দিয়েছি, এখন অন্য একটা ঘরে পরিষদের কার্যক্রম চালাচ্ছি। এখানে ভবন নির্মাণের জন্য যথেষ্ট জায়গা আছে। আমরা নতুন ইউপি ভবনের জন্য কাগজ পত্র মন্ত্রনালয়ে পাঠিয়েছি। খুব তাড়াতাড়ি অনুমোদনের কপি হাতে পাব বলে আশা করছি।