আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
দূর্গাপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলে টিকা প্রদান ক্যাম্পেইন
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৫
এম আর মানিক, দূর্গাপুর: “পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দূর্গাপুর, রাজশাহী এর আয়োজনে, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এর লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।দূর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভ্যাকসিনেটর ও গ্রাম্য পশু চিকিৎসক মোঃ মাসুদ রানা দুর্গাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড শ্রীপুর কেন্দ্রে প্রায় দুই শতাধিক ছাগলকে এই চিকিৎসা সেবা প্রদান করেন। ভ্যাকসিনেটর ও গ্রাম্য পশু চিকিৎসক মোঃ মাসুদ রানার মত উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ভ্যাকসিনেটর আছেন যারা সর্বদা দুর্গাপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিনামূল্যে এই পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনে দায়িত্ব পালন করে আসছেন।
বিনামূল্যে এই পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে দুর্গাপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃজান্নাতুল ফেরদৌস - এর কাছে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ২০২৩ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এর লক্ষ্যে পিপিআর টিকা ক্যাম্পেইন প্রথম ডোজ ২০২৩ সালের অক্টোবর মাসের শুরু হয় ৯০হাজার ছাগল এবং ভেড়াকে টিকা দেওয়া হয়। দ্বিতীয় ডোজ ২০২৪ সালের অক্টোবর এবংনভেম্বরে ৮৫ হাজার টিকা প্রদান করা হয়, ২০২৫ সালে আবারও দ্বিতীয় ডোজের টিকা বাদ পড়ে যাওয়া গর্ভবতী এবং বাচ্চা সহ ৩৪ হাজার ৭ শত ছাগল ও ভেড়াকে
এই পিপিআর টিকা প্রদান করা হয়েছে এবংবিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন চলমান রয়েছে। তিনি আরো বলেন, ভেটেনারি সার্জন মোঃ নজরুল ইসলামের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বরত ৭জন ভ্যাকসিনেটার, এবং বর্তমানে ১০ জন ইন্টারনি ডাক্তারা এই বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করছেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.