আজ
|| ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মোহাম্মদপুরে আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা-ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৮
প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- রংপুর মহানগর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রাজশাহী জেলার মোহনপুর এলাকার বাসিন্দা মো. জনি, নীলফামারী জেলার জলঢাকা এলাকার বাসিন্দা এ বি এম সিরাজুল মনির, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুর জেলার বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল, বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকার বাসিন্দা মামুনুর রহমান সরদার ও বাগেরহাট জেলার মোল্লাহাট এলাকার বাসিন্দা মো. সজিব খান।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, সকালে গণভবন ক্রসিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিলের চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ আসাদগেট ও লালমাটিয়া এলাকায় ধাওয়া করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের আর্ট নেতাকর্মীকে ব্যানারসহ গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, আমরা বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করেছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.