আজ
|| ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ভালো নির্বাচন ছাড়া বিকল্প নেই : ইসি মাছউদ
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৫
প্রভাত রিপোর্ট: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ভালো নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নেই। কারণ দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সকল প্রতিকূলতা মোকাবিলা করে হলেও নির্বাচন কমিশনকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।
বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের ব্যাপারে দেশের মানুষের মধ্যে একটা ‘কিন্তু’ তৈরি হয়ে গেছে। অভিযোগ আছে, ভোটটা রাতেই হয়ে গেছে। এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো করতে না পারি, তাহলে বিশ্বের কাছে আমরা জাতি হিসেবে লজ্জিত হবো। আমরা নিন্দনীয় অবস্থায় চলে যাবো।
তিনি আরও বলেন, আমাদের ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো উপায় নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই ভালো নির্বাচন করতেই হবে। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.