আজ
|| ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে শ্যামা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ অক্টোবর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত এই নৌকা বাইচে অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আগত ও গ্রামের প্রতিযোগী দল। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় শত শত দর্শকের উপস্থিতিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুপ কুমার মন্ডল (মনা), সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন এবং গৌতম হালদারের ঐকান্তিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
এই প্রতিযোগিতায় মোট ছোট বড় ৮ টি নৌকা অংশ নেয়। দীর্ঘ ও চমকপ্রদ প্রতিদ্বন্দ্বিতার পর প্রথম স্থান অর্জন করে আমৃত লালদে , কোটালি পাড়া নৌকাটি এবং আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করে। বিজয়ী দলকে পুরস্কার প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান , স্থানীয় বিশিষ্ট জনদের উপস্থিতিতে।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান , নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু হাসান খান, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক এস এম রেজাউল করিম, মোঃ সাইফুল ইসলাম লিটন,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন, সাবেক উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব খান ,মোঃ হিরো মোল্লা, মোঃ জাকির খান,সাইফুল ইসলাম,মোঃ সওকত মোল্লা, মোঃ এমরান হোসেন সুভন, মোঃ সাকিল খান, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।
নৌকা বাইচ গ্রামীণ বাংলার একটি প্রাচীন লোকজ ঐতিহ্য। এক সময় নদীমাতৃক বাংলাদেশের প্রায় প্রতিটি অঞ্চলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো, যা এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। শাঁখারীকাঠীতে এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার এমন প্রয়াস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিপ্রেমী ও বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি মানুষের টান আজও অমলিন।
শাঁখারীকাঠী সর্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির এই আয়োজন শুধু বিনোদনের নয়, গ্রামীণ ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে।
এর পর জেলা বিএনপির আহ্বায়ক জনাব নজরুল ইসলাম খান- ৭ নং সেখমাটিয়া ইউনিয়নের খেজুর তলা মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ।এ সময় বিএনপির স্থায়ী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.