প্রভাত সংবাদদাতা, কলারোয়া: “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এডিসি শেখ মইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে চালক, পথচারী ও যাত্রী—সবার সচেতনতা জরুরি। মানসম্মত হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক আইন মেনে চললেই সড়কে মৃত্যুহার অনেকাংশে কমানো সম্ভব।” সভায় বক্তারা আরও বলেন, দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতি ও অবৈধ যানবাহন চলাচল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, রোডস এন্ড হাইওয়ে এক্সেন আনোয়ার পারভেজ, জেলা বিআরটিএ মটরযান পরিদর্শক ওমর ফারুক, উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দীন, সাতক্ষীরা সদর ট্রাফিক অফিস, টিআই আব্দুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা বাজাজ সিএনজি অটোটেম্পু মালিক ও ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলাম সহ সরকারি কর্মকর্তা, পরিবহন শ্রমিক নেতা, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে হেলমেট বিতরণ করা হয়।