• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি: রুবিও

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

প্রভাত ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীর দখলে বুধবার (২২ অক্টোবর) ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া বিলটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘গাজা শান্তি পরিকল্পনার জন্য হুমকি’ বলে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সতর্কবার্তা দেন। বুধবার পশ্চিম তীরের দুই এলাকা জুদেয়া ও সামারিয়াকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে নেসেটে একটি বিল পাস হয়। একই দিনে ইসরায়েলে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, নেসেটে ভোট হয়েছে, তবে আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন- এই মুহূর্তে আমরা এমন পদক্ষেপের সমর্থন দিচ্ছি না। আমরা মনে করি, এটি শান্তি চুক্তির জন্য হুমকিস্বরূপ হতে পারে।
গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প পশ্চিম তীর সংযুক্তিকরণ ইস্যুতে ইসরায়েলের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন, আরব বিশ্বের ক্রমবর্ধমান বিরোধিতার মুখে যুক্তরাষ্ট্র এমন উদ্যোগের অনুমতি দেবে না। রুবিও আরও বলেন, তারা (ইসরায়েল) একটি গণতান্ত্রিক দেশ, তাদের সংসদ সদস্যরা নিজেদের মতামত দেবেন, ভোট হবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আমরা মনে করি, এমন পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার জন্য প্রতিকূল হতে পারে। বিশ্লেষকদের মতে, নেসেটে পশ্চিম তীর সংযুক্তিকরণের বিষয়ে অগ্রগতির এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান গাজা যুদ্ধবিরতি ও ট্রাম্প প্রশাসনের ইসরায়েল-হামাস শান্তি পরিকল্পনাকে আরও জটিল করে তুলতে পারে। সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও