আজ
|| ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সাংবাদিক পরিচয়ে বাসায় ডাকাতি, প্রাইভেটকারসহ মালামাল লুট
প্রকাশের তারিখঃ ২৪ অক্টোবর, ২০২৫
প্রভাত ডেস্ক: চট্টগ্রামের খুলশী এলাকায় সাংবাদিক পরিচয়ে একটি বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তারা বাসার মালামাল ও একটি প্রাইভেটকার নিয়ে যায়। ঘটনাটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নগরের খুলশী, বায়েজীদ, ইপিজেড ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া প্রাইভেটকারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—আব্দুল মতিন রাসেল (৩৫), আশরাফুল ইসলাম সাহেদ (২৯), মমিন (২৮), শারমিন আক্তার রিমা (৩০), নূর মোহাম্মদ সাব্বির ওরফে রকি (২২), মো. রোবেল হোসেন (৩১) ও মো. ফয়সাল (২২)।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর খুলশী এলাকার একটি বাসায় সাংবাদিক পরিচয়ে ১০–১২ জনের একটি দল প্রবেশ করে। তারা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তল্লাশি চালায়। বাসায় স্বর্ণালংকার বা নগদ অর্থ না পেয়ে ৪৫ লাখ টাকা দামের ২০২২ মডেলের টয়োটা করোলা ক্রস গাড়ি ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, খুলশী থানায় ডাকাতির মামলা হলে ডিবি তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ শাহেদকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে, ২৪ ঘণ্টার অভিযানে নগরের বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রাইভেটকার, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.