আজ
|| ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
কুয়ালালামপুর বিমানবন্দরে স্থানীয় শিল্পীদের সঙ্গে নাচলেন ট্রাম্প : ভাইরাল ভিডিও
প্রকাশের তারিখঃ ২৬ অক্টোবর, ২০২৫
প্রভাত ডেস্ক: পাঁচ দিনের এশিয়া সফরের প্রথম দিন আজ রবিবার মালয়েশিয়ায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে নেচে-গেয়ে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা। তখন ট্রাম্পও তাঁদের সঙ্গে নাচে অংশ নেন। এ ভিডিও অনলাইনে বেশ সাড়া ফেলেছে।
বিবিসির প্রতিবেদনের তথ্য, আজ স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বিমানবন্দরে ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। ফক্স নিউজের এক্সে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজ থেকে নেমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন ট্রাম্প। এরপর দুই নেতা সামনের দিকে এগিয়ে যান। তখন পাশে মালয়েশিয়ার শিল্পীরা ট্রাম্পকে অভ্যর্থনা জানিয়ে নাচছিলেন। ট্রাম্পও তাঁদের সামনে এগিয়ে গিয়ে নাচে অংশ নেন। ভিডিওতে ট্রাম্পকে মুষ্টিবদ্ধ হাতে শরীর দুলিয়ে নাচতে দেখা যায়।
মূলত দুটি বড় আয়োজনে যোগ দিতে ট্রাম্পের এ মালয়েশিয়া সফর। একটি দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া। অন্যটি থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শত বছরের পুরোনো বৈরিতার অবসান ঘটাতে শান্তিচুক্তি সই। সর্বশেষ গত মে মাসে দেশ দুটি প্রাণঘাতী সীমান্ত বিরোধে জড়িয়েছিল।
মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি এ অঞ্চলে ট্রাম্পের প্রথম ও সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার বলছে, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন প্রথমবার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। ২০১৪ ও ২০১৫ সালে দুই দফায় কুয়ালালামপুর সফর করেছিলেন তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা।
সূত্র: আল–জাজিরা ও বিবিসি
Copyright © 2025 প্রভাত. All rights reserved.