• রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর পিএসসিকে ১৫ দফা প্রস্তাবনা দিলো এনসিপি স্বাস্থ্য খাতে অগ্রগতি ‘উৎসাহজনক’ তবুও গতি বাড়ানো প্রয়োজন : উপদেষ্টা এবারও বইমেলা হবে, কোনো সন্দেহ নেই: প্রেস সচিব বিমানবন্দর স্টেশনে ট্রেনের বগিতে মিলল ৮ পিস্তল, গুলি ও গান পাউডার জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : আখতার হোসেন ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে রুল নদী দূষণে ডলফিন ও মানুষ উভয়ই বিপদে: রিজওয়ানা হাসান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আত্মসাৎ করা ৪৫০০ কোটি টাকা ফেরত চেয়ে মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবে আইনের বাইরে না যাই : সালাহউদ্দিন

প্রথম খেলোয়াড় হিসেবে রোনালদো করলেন ৯৫০ গোল

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

প্রভাত স্পোর্টস: কদিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদো বলেছিলেন, ১০০০ গোল না করে তিনি থামবেন না। সেই লক্ষ্যে এখন আরও এক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। শনিবার রাতে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেছেন ৯৫০ গোলের মাইলফলক। অর্থাৎ হাজার গোল করতে ৪০ পেরোনো রোনালদোর প্রয়োজন আর মাত্র ৫০ গোল।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উদ্‌যাপনের ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে আনন্দিত। সব সময় আরও বেশি কিছুর জন্য ক্ষুধার্ত।’
রোনালদোর মাইলফলক ছোঁয়ার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। প্রতিপক্ষের মাঠে জয়ের পথে ম্যাচের ৮৮ মিনিটে লক্ষ্যভেদ করেন রোনালদো। এর আগে ম্যাচের ২৫ মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।
এটি চলতি প্রো লিগে ফেলিক্সের ৬ ম্যাচে নবম গোল। ফেলিক্স-রোনালদোর গোলে পাওয়া এ জয়ে চলতি মৌসুমের দুর্দান্ত শুরুটাও ধরে রাখল শীর্ষে থাকা আল নাসর। ৬ ম্যাচের প্রতিটিতে জেতা দলটির পয়েন্ট এখন ১৮।
দারুণ ছন্দে থাকা রোনালদো এই মৌসুমে ৮ ম্যাচে করেছেন ৭ গোল। যেখানে সৌদি লিগে ৬ ম্যাচে মাঠে নেমে তাঁর গোল ৬টি। অন্য গোলটি এসেছে সৌদি সুপার কাপে।
আর ২০২৫ সালে রোনালদো সব মিলিয়ে গোল করেছেন ৩৮ ম্যাচে ৩৪টি। যেখানে ক্লাবের হয়ে ৩০ ম্যাচে ২৬ গোল এবং জাতীয় দলের হয়ে রোনালদো করেছেন ৮ ম্যাচে ৮ গোল। সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ ও হাজার গোলের মাইলফলক সামনে রেখে দুর্দান্ত এক বছরই পার করছেন রোনালদো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও