প্রভাত রিপোর্ট: নাজমুল হক প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস এর উদ্দেশ্য বলেছেন, “বন্দর ইজারার পাঁয়তারা বন্ধ করুন, লুটপাট এর বিরুদ্ধে দাঁড়ান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন, তারিখ ঘোষণা করুন। নির্বাচন নিয়ে সংশয় দূর করুন। অন্যথায় নৈরাজ্যের সকল দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। তিনি আরো বলেন, আগামী ১৫ ই নভেম্বর প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির যে কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে কনভেনশনে মানুষের নতুন মুক্তির সনদ ঘোষণা করা হবে। বাংলাদেশ জাসদ গণতন্ত্রের জন্য, মানুষের মর্যাদার জন্য, ন্যায় বিচারের জন্য জনগণের পাশে আছে থাকবে।”
গতকাল সোমবার বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর (দ:) এর সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাব সম্মুখ সড়কে বন্দর ইজারার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এটিএম মহাব্বত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী সাজু, প্রচার সম্পাদক মোঃ মহিউদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ এফ এম ইসমাইল হোসেন চৌধুরী, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল এর সভাপতি গৌতম শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মোখছেদুর রহমান লবু।