• সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ আগামীকাল বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আ.লীগই নিশ্চিহ্ন হওয়ার পথে : মঈন খান দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে: সালাহউদ্দিন আহমদ সারাদেশে ভোটকেন্দ্র হবে ৪২ হাজার ৭৬১টি মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা নাঈমুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা বিটিআরসির ৫৬৮ কোটি টাকা আত্মসাৎ: আইওএফ’র ১২ জনের জামিন বর্তমান ট্রাইব্যুনাল স্বচ্ছ, ‘ক্যাঙারু কোর্ট’ নয় : স্টেট ডিফেন্স আইনজীবী অবিলম্বে বন্দর ইজারা দেয়ার পায়তারা বন্ধ কর – নাজমুল হক প্রধান আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো : সারজিস

ড্যাফোডিলের হামলায় সিটি ইউনিভার্সিটিতে ২৫ কোটি টাকার ক্ষতি : ভিসি

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রভাত রিপোর্ট: সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া কিছু ক্ষতি হয়েছে যা কখনোই পূরণ করা সম্ভব নয়। তিনি জানান, সব ডকুমেন্ট আমার ব্যক্তিগত কম্পিউটারে ছিল। রেজিস্ট্রার, ফাইন্যান্সসহ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের নথি-পাতি ভাঙচুর করে নষ্ট করে দিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিটি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. মো. লুৎফর রহমান।
ভিসি বলেন, থুথু ফেলাকে কেন্দ্র করে আমাদের সিটি ইউনিভার্সিটির এক ছাত্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টার মধ্যে সমস্যার সমাধান করি। কিন্তু রাত ১০টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত ড্যাফোডিল ইউনিভার্সিটির অসংখ্য শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। তারা গেট ও দেয়াল ভাঙচুর করে, গাড়িতে আগুন দেয় এবং পরিকল্পিতভাবে আমাদের অফিসে ঢুকে ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারের কম্পিউটারসহ বিভিন্ন অফিসের ডকুমেন্ট নিয়ে যায়। তিনি আরও বলেন, রাত সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে এসে দেখি চরম ভাঙচুরের চিত্র। ভাবতে পারছি না, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ে এভাবে হামলা চালাতে পারে!
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রসঙ্গে ভিসি বলেন, এ ঘটনায় তারা কোনো সহায়তা করেনি। স্টুডেন্ট-রিলেটেড কোনো বিষয়ে তারা নাক গলায় না। আমরা যাদের ধরে ছিলাম, তারা আমাদের ল্যাব ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভাঙচুর করছিল। আমরা রাস্তা থেকে কাউকে ধরিনি। সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিসির সঙ্গে আমার কথা হয়েছে। তারা যদি আসে, আমরা বসে সমাধান করব, না এলে আইনের আশ্রয় নেব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও