মো. বাবুল শেখ, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর সদর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি নির্বাচন–২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বিকাল ৫টা ৩০ মিনিটে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় অতিক্রান্ত হওয়ার পর যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিদ্যালয় নির্বাচনী বোর্ড সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে নিম্নোক্ত প্রার্থীগণকে বৈধ ঘোষণা করা হয়েছে —
সাধারণ অভিভাবক সদস্য পদে: ১️.এস. এম. আসাদুজ্জামান (ভোটার নং ১২০) ২️.মোঃ আলিম মোল্লা (ভোটার নং ১১২) ৩️. মোঃ ইলিয়াস খান (ভোটার নং ২৮৫)
৪️.মোঃ মাহাবুব খান (ভোটার নং ২৬৯) ।সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে:তানজিলা খানম (ভোটার নং ৭৫)।
শিক্ষক প্রতিনিধি পদে: ১️.আব্দুল লাহেল মাহমুদ (ভোটার নং ০৭) ২️. প্রীতিশ কুমার সাহা (ভোটার নং ০৩)। সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি পদে:বিউটি রানী সিকদার (ভোটার নং ০৫)।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে। মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য যে এর পুর্বে মোঃ মাহাবুব খান গত ৫ অক্টোবর নাজিরপুর শহীদ জিয়া কলেজে ও অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। মোঃ মাহবুব খান বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এবং এ দুটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং যাতায়াতে কোনো সমস্যা না হয় এব্যাপারে তিনি কাজ করবেন বলে জানান ।
বিদ্যালয় এলাকায় নির্বাচনকে ঘিরে অভিভাবক ও শিক্ষক মহলে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।