আজ
|| ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে পিরোজপুর সদর উপজেলা যুবদল। দুই দিনব্যাপী এ কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ মোড়ে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে পিরোজপুর পুরাতন খেয়াঘাট এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সদর উপজেলা যুবদলের সভাপতি এস. এম. মেহেদী হাসান এর নেতৃত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল কবির রিপন, মোঃ মাসুদ খান, এবংএ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা মোঃ শাহজালাল শেখ, মেহেদী হাসান সোহান, মোঃ নাজমুল ইসলাম, কমিটির সদস্য মোঃ জসিম সরদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী করতে যুবদলের প্রতিটি কর্মীকে এগিয়ে আসতে হবে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.