আজ
|| ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ-কর্মীকে হাত-পা বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা
প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ীতে মো. আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেক্ট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার সদরঘাট বিআইডব্লিউটিএতে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আমীর হোসেন। তিনি বলেন, ‘নিহতের কপাল, নাক, পিঠ, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা, এসব আঘাতেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন বলেন, ‘খবর পেয়ে আমার মা সেখানে গিয়ে দেখেন ভাই হাত-পা বাঁধা, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে মাকে বলেছে—লোহার রড ও অ্যাঙ্গেল দিয়ে তাকে পেটানো হয়েছে। কিছুক্ষণ পর সে মারা যায়।’
পুলিশ বলছে, নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ মাতুয়াইল এলাকায় নিয়ে গেছেন।
দেলোয়ার হোসেন বলেন, ‘সকালে আনোয়ার নামাজ পড়তে বের হয়। কিছুক্ষণ পর খবর আসে তাকে উত্তর শরিফপাড়া এলাকার একটি গ্যারেজে আটক করা হয়েছে। আমরা শুনেছি স্থানীয় সুমন নামে একজন তাকে গ্যারেজে নিয়ে যায়। এলাকার দারোয়ানরাও জানে কারা জড়িত। পুলিশ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।’ নিহত আনোয়ার দুই মেয়ের জনক ছিলেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.