• শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম

পিরোজপুরে রোকেয়া বেগম হত্যা মামলার দ্রুত চার্জশিট ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রভাত রিপোর্ট / ৩৬ বার
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর টাউন ক্লাব রোডে রোকেয়া বেগম হত্যা মামলার দ্রুত চার্জশিট দাখিল ও দখলকৃত জমি ফেরতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা এতে অংশ নেন।
জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ঝেলাগাতি গ্রামের আব্দুর রব আকনের স্ত্রী রোকেয়া বেগম (৫৫)
গত ২৮ মে ২০২৫ তারিখে প্রকাশ্যে দিবালোকে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা (নং–১৪, তারিখ: ২৮ মে ২০২৫) দায়ের করেন, যেখানে সাতজনকে আসামি করা হয়।
পুলিশ প্রাথমিক তদন্তে চারজন — জাহাঙ্গীর আকন, সোবাহান আকন, আলমগীর আকন ও রাহেলা বেগম — কে গ্রেপ্তার করে এবং তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে বাকি তিন আসামি — আল আমিন, শাহানাজ ও সুরমা — আদালতে আত্মসমর্পণ করে। কিন্তু হত্যার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হলেও মামলার চার্জশিট এখনো দাখিল হয়নি, যা ভুক্তভোগী পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামিনে মুক্ত তিন আসামি এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা নিহতের পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদ ও হত্যার হুমকি দিচ্ছে। বক্তারা আরও বলেন, একটি প্রভাবশালী মহলের ইন্ধনে আসামিদের স্বজনরা আব্দুর রব আকনের পরিবারকে দখলকৃত জমি ও বাগান থেকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
মানববন্ধনে নিহতের স্বামী আব্দুর রব আকন, দেবর আব্দুল হক আকন, ভাই মোসলেম মোল্লা, বাদিনী নাসরিন আক্তার এবং নিহতের জামাতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল বক্তব্য রাখেন।
বক্তব্যে জামাত আল হেলাল কাউখালি থানার ওসি মোঃ সোলায়মান হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ রাকিব কে আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সাথে মামলার দ্রুত চার্জশিট প্রদানের অনুরোধ করেছেন।
বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত চার্জশিট দাখিল, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং আদালতের রায়ে আব্দুর রব আকনের পক্ষে থাকা দখলকৃত জমি ফেরত প্রদানের জোর দাবি জানান।
তারা বলেন, “রোকেয়া বেগমের রক্তের বিচার যেন বিলম্বের অন্ধকারে হারিয়ে না যায়—এই দাবি আজ জেলার মানুষের প্রতিবাদি কণ্ঠে কণ্ঠে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও