আজ
|| ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সোনাইমুড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও আনন্দ র্যালি
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৫
মাহফুজুর রহমান, নোয়াখালী : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১নভেম্বর) সকাল ১০টা দিকে সোনাইমুড়ী উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে সোনাইমুড়ী রেলস্টেশন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সোনাইমুড়ী রেলস্টেশন মাঠে থেকে একটি আনন্দ র্যালি শুরু করে স্টেশন রোড,বাসস্টেশন হয়ে বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাইপাসে শেষ হয়।সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন সভাপতিত্বে ও সোনাইমুড়ী উপজেলা যুবদলের সিনিয়ার যুগ-আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ওমর শরীফ সোহাগ ও পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী এর যৌথ সঞ্চালনায়, অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সন ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি সভাপতি ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আব্বায়ক দিদার হোসেন দিদার,উপজেলা বিএনপি সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, পোরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, পোর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব ও পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক মোস্তফা মিটন সহ উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা যুবদল পৌর যুবদল অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। প্রধান অতিথি বক্তব্য এর ব্যারিস্টার এ.এম মাহবুব উদ্দিন খোকন বলেন একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, একবার পি আর আরেকবার গণভোটের বাহানায়।আমি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি কর্মী জীবিত থাকতে ২৬এর ফেব্রুয়ারীর নির্বাচন বানচাল করতে দেয়া হবে না।তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ এর পক্ষে কাজ করার জন্য পাড়ায় মহল্লায় নেতাকর্মীদের কাজ করার তাগিদ দেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.