প্রভাত বিনোদন : বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন রবিবার (২ নভেম্বর)। এদিন ৬০ বছরে পা রাখলেন এই মেগাস্টার। এদিন সকাল থেকেই ভক্তরা অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুল আলোচিত সিনেমার এক ঝলক এলো প্রকাশ্যে।
যেমন ভাবা, এই টিজার তেমনই- যেন শাহরুখময়। অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত।
সাম্প্রতিক বলিউড সিনেমায় দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণ ভাবে মিশতে দেখা যাচ্ছে। সেই চলতি ট্রেন্ড মাথায় রেখেই শাহরুখকেও কিছুটা ‘জাওয়ান’-এর মতোই দেখতে লাগছে এখানে। তবে সম্ভবত সিনেমায় ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা।
অনেকেই অনুমান করেছিলেন, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই সিনেমার টিজার প্রকাশ হতে পারে। এর আগে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’-এ শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছিলেন দর্শক। ফের সেই ম্যাজিক ফিরবে পর্দায় দর্শকের প্রত্যাশা পূরণে।
অন্যদিকে শাহরুখের ‘জাওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। তবে তারপর দু’বছর আর পর্দায় নতুন সিনেমা নিয়ে আসেননি বলিউডের বাদশা। তাই তার নতুন সিনেমা পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শকরা।
‘কিং’ সিনেমার শুটিং শুরু হওয়ার পর থেকেই শাহরুখের ভক্তরা অপেক্ষা করছেন বিভিন্ন তথ্য, মুক্তির দিনক্ষণ এবং সিনেমা সংক্রান্ত নানা তথ্য জানার জন্য। এরই মাঝে মুম্বাইয়ে শুটিং ফ্লোর থেকে ফাঁস হয় শাহরুখের একটি লুক। নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল শাহরুখকে।
শাহরুখ ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা প্রমুখ।