• মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত করল বিএনপি ২০২৫ সালের মধ্যে বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের কৃষি পণ্য রপ্তানির লক্ষ্য যুক্তরাষ্ট্রের: রাষ্ট্রদূত জ্যাকবসন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২৫০০ কোটি টাকার সুকুক ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক আলোচিত – সমেলোচিত ডেসটিনির রফিকুল আমীনের দল পেল ইসির নিবন্ধন পছন্দের পুরুষের কথা জানালেন মালাইকা মাধুরীর শো দেখতে গিয়ে বিরক্ত দর্শক, টাকা ফেরতের দাবি মানুষি ছিল্লারের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৩ থেকে ৪২ কোটি রুপি নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ নাজিরপুরে ভ্যাট-ট্যাক্স অভিযানের নামে ৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ রুমিন ফারহানাকে মনোনয়ন না দেয়ায় হিরো আলমের নিন্দা

অতি ভারী বৃষ্টির আভাস, কৃষকদের বিশেষ সতর্কতা

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।
বিডব্লিউওটি জানায়, ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে।
হালকা থেকে মাঝারি বৃষ্টির বিষয়ে সংস্থাটি জানায়, একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কৃষকদের বিশেষ সতর্কতা দিয়ে বিডব্লিউওটি জানায়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি যত্ন নিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও