আজ
|| ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আকাশ-কণার গানে আলভি-জেরিন
প্রকাশের তারিখঃ ৫ নভেম্বর, ২০২৫
প্রভাত বিনোদন: দুই বাংলার জনপ্রিয় সংগীত জুটি আকাশ সেন ও দিলশাদ কণা। সিনেমার গান থেকে মিউজিক ভিডিও; দুটো ক্ষেত্রেই দারুণ সফল তারা। সেই ধারায় আবারও তারা হাজির হয়েছেন একটি আইটেম গান নিয়ে। ‘প্রেমের নদী’ শিরোনামের গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়, আর সুর ও সংগীত করেছেন আকাশ সেন নিজেই। গেয়েছেন কণা। গানটির মিউজিক ভিডিওতে প্রথমবার জুটি হিসেবে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভি ও নবাগত জেরিন খান। ভিডিওটি পরিচালনা করেছেন টি ডি দীপক। তিনি বলেন, ‘প্রেমের নদী শুধু গান নয়, এটা অনুভূতির একটি যাত্রা। আমরা চেষ্টা করেছি ভালোবাসাকে এক সিনেম্যাটিক স্বপ্নে পরিণত করতে।’‘প্রেমের নদী’ শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে ইউটিউব চ্যানেলে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.