আজ
|| ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগেরহাটের কচুয়ায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৫
খান সুমন,কচুয়া: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সপ্তাহব্যাপী জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বাগেরহাট- ৩ এর সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন। তিনি (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকাল ৪টায় কচুয়া থানার বাধাল বাজারে দোকানদার,পথচারী,বাড়ি এবং হাটবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচার করেন। লিফলেট বিতরণকালে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার ও ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে এ ৩১ দফা উত্থাপন করেছিলেন, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.