• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা রাণীনগরে রেলগেটের যানজট নিরসনের দাবীতে আমজনতার মানববন্ধন বাগেরহাটের কচুয়ায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ শীতে অগ্নিদুর্ঘটনা রোধে জনসচেতনতা কার্যক্রম করছে ফায়ার সার্ভিস সংবিধান সংস্কার জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত : ড. কামাল হোসেন বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হচ্ছেন ইলন মাস্ক? রাজনৈতিক কর্মসূচিতে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী বিটরুটের ১০ উপকারিতা, যেভাবে বিটরুট খাওয়া কিডনির জন্য নিরাপদ সাফারি পার্ক থেকে লেমুর চুরি, আন্তর্জাতিক পাচারচক্রের সদস্য গ্রেফতার ভোটে ধর্মের ব্যবহার না করাসহ সাত দাবি হিন্দু মহাজোটের

শীতে অগ্নিদুর্ঘটনা রোধে জনসচেতনতা কার্যক্রম করছে ফায়ার সার্ভিস

প্রভাত রিপোর্ট / ৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: শীত মৌসুমে বাসাবাড়ি ও বাণিজ্যিক স্থাপনায় গ্যাস সংযোগ বা বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিদুর্ঘটনা রোধে রাজধানীতে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। সংস্থাটি ব্যানার, প্ল্যাকার্ড ও সরাসরি গণসংযোগের মাধ্যমে নাগরিকদের মধ্যে সতর্কতা ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে এ পর্যন্ত ঢাকায় ৩০টিরও বেশি স্থানে সচেতনতা ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, শাহবাগ, কলাবাগান ও সায়েন্সল্যাব এলাকায় জনসচেতনতা কার্যক্রম চালানো হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শীত ও শুষ্ক মৌসুমে সাধারণত অগ্নিদুর্ঘটনার হার বেড়ে যায়। এজন্যই আমরা ২৫ সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্থানে স্ট্যাটিক র‌্যালি, গণসংযোগ ও সচেতনতামূলক প্রচারণা শুরু করেছি। এর মূল লক্ষ্য মানুষকে সতর্ক করা এবং আমাদের জরুরি হটলাইন ১০২ নম্বরটি প্রচার করা। তিনি জানান, এসব কর্মসূচিতে পথচারী ও আশপাশের দোকানিদের অগ্নি প্রতিরোধে করণীয় বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে গ্যাসের চুলা বন্ধ রাখা, বৈদ্যুতিক তারের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা এবং জরুরি প্রয়োজনে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানোর পরামর্শ দেয়া হয়।
শাহজাহান সিকদার আরও বলেন, ‘এ পর্যন্ত বাবুবাজার ব্রিজ, মিটফোর্ড হাসপাতাল এলাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোড়, ভিক্টোরিয়া পার্ক, লালবাগ কেল্লা, চকবাজার, হাজারীবাগ, মতিঝিল, কমলাপুর, পোস্তগোলা, আজিমপুর, শাহবাগ ও নিউ মার্কেটসহ প্রায় ৩০টি স্থানে আমরা এ ধরনের স্ট্যাটিক সমাবেশ করেছি। এসব কর্মসূচির মাধ্যমে মানুষকে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতন ও প্রস্তুত রাখার চেষ্টা করছি।’তিনি জানান, শুধু রাজধানী নয়, সারা দেশেই ফায়ার সার্ভিস শীতকালীন অগ্নি নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে অগ্নিনির্বাপণ মহড়া, প্রশিক্ষণ দেওয়া, টপোগ্রাফি ও ঝুঁকিপূর্ণ স্থাপনার পরিদর্শন, গণসংযোগ এবং সন্ধ্যাকালীন প্রচারণা। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, শীতকালে সাধারণত রান্নাঘর, হিটার, কয়েল বা বৈদ্যুতিক যন্ত্রপাতির অসচেতন ব্যবহারে অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ে। নিয়মিত সচেতনতা বাড়লে দুর্ঘটনার সংখ্যা ও ক্ষয়ক্ষতি দুটোই কমানো সম্ভব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও