• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে বিএনপিকর্মী হাকিম হত্যা: অস্ত্রসহ আরও ৬ জন গ্রেফতার টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৩ উদীচীর গানের মিছিলে পুলিশের বাধা: সরকারকে ৭ দিনের আল্টিমেটাম বাংলাদেশে সাংবাদিকদের আইনি সহায়তায় ইউনেস্কোর সাপোর্ট ডেস্ক মালয়েশিয়া থেকে জোর করে ফেরত পাঠানোর ঘটনায় ন্যায়বিচার-ক্ষতিপূরণ দাবি ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট! সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ ফারইস্টের সাবেক পরিচালক এম এ খালেক ৩ দিনের রিমান্ডে মানুষ ও শিয়ালের বিরল বন্ধুত্ব, নাম ধরে ডাকলেই জঙ্গল থেকে ছুটে আসে ‘লালু’

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা, সাভার: ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা চালুর দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) একই মালিকানাধীন চারটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
কারখানাগুলো হলো— গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড এবং এক্টর স্পোর্টিং লিমিটেড।
আজ সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ায় অবস্থিত ডিইপিজেড-এর সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন কারখানাগুলোর শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারশেল নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত ২২ অক্টোবর হঠাৎ করেই গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড এবং এক্টর স্পোর্টিং লিমিটেড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণার আগে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করা হয়নি। পরে শ্রমিকরা আজ সকাল ৮টার দিকে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর জলকামান ব্যবহার ও টিয়ারশেল নিক্ষেপ করলে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ আবারও শ্রমিকদের ওপর জলকামান ব্যবহার করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সকালে ডিইপিজেডের মূল ফটক অবরোধ করে রাখে বিক্ষোভকারী শ্রমিকেরা। বেপজা কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করে, বাধ্য হয়ে জলকামান দিয়ে পানি ছিটিয়ে তাদের সরিয়ে দিতে হয়। পরে তারা মহাসড়ক অবরোধ করলে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।’
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) নির্বাহী পরিচালক মো. শরীফুল ইসলাম বলেন, ‘সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডায়িং ফ্যাক্টরি লিমিটেড, গোল্ডটেক্স লিমিটেড , গোল্ডটেক্স গার্মেন্টস ও এক্টর স্পোর্টিং লিমিটেড সাময়িকভাবে বন্ধ এ চারটি কারখানার মধ্যে তিনটি কারখানার শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। এর মধ্যে তিনটি কারখানার আড়াই মাসের বেতন বকেয়া রয়েছে এবং এক্টর স্পোর্টিং লিমিটেডের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বন্ধ কারখানাগুলো চালুর চেষ্টা করছেন সংশ্লিষ্ট কারখানার কর্তৃপক্ষ। যদি তারা ব্যর্থ হন তবে নির্দিষ্ট সময় পর সরকারি নিয়ম অনুসারে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও