আজ
|| ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ে বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পোশাক বিতরণ
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সাজিয়া শাহনাজ তমা|
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রীরামকাঠী মহাবিদ্যালয় গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় যুক্ত হওয়ার একটি বড় সুযোগ সৃষ্টি করেছে। এই কলেজ প্রতিষ্ঠার পর তাদের জন্য দরজা খুলেছে উচ্চশিক্ষার নতুন দিগন্ত। বিজ্ঞান বিভাগের ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা আরও উন্নত শিক্ষার পরিবেশে পাঠগ্রহণ করতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাব সভাপতি, কে এম সাঈদ,উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাজী মোসলেহ উদ্দিন, দৈনিক আমার পিরোজপুর সম্পাদক অনুপ কুমার সিকদার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন মল্লিক, সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম (টুকু) , উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন মাঝি,উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজেদুল কবির রাসেল এবং বর্তমান আহ্বায়ক এইচ. এম. শামিম হাসান।
বক্তারা বলেন, শ্রীরামকাঠী মহাবিদ্যালয় ইতোমধ্যেই গ্রামীণ শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছে। নতুন বিজ্ঞান ভবন নির্মিত হলে স্থানীয় শিক্ষার্থীদের আর দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না তারা এখানেই আধুনিক ল্যাব ও মানসম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
সভাপতির বক্তব্যে এস. এম. রোকনুজ্জামান রোকন বলেন, গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করাই ছিল আমাদের লক্ষ্য। বিজ্ঞান বিভাগের ভবন নির্মাণের মাধ্যমে সেই লক্ষ্য আরও এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এই কলেজকে আধুনিক শিক্ষার মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। পোশাক পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে শিক্ষক,সাংবাদিক ,শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পোশাক বিতরণের মধ্য দিয়ে শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ে গ্রামীণ শিক্ষার অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হলো বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.