আজ
|| ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
লক্ষ্মীপুরে সাংবাদিক আব্বাছ হোসেনকে হত্যার হুমকি, নিরাপত্তা দাবি করে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২৫
মো. কামাল উদ্দিন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক-সম্পাদক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার সাংবাদিক আব্বাছ হোসেনকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে জেলার উপজেলা সহ সকল সাংবাদিক, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পাশাপাশি, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর লক্ষ্মীপুর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল লক্ষ্মীপুর শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। তিনি বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।”
এছাড়া, বক্তব্য রাখেন আবদুল মালেক, লক্ষ্মীপুর জেলার ইউনিট প্রধান।
তিনি বলেন, “এ ধরনের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। আমরা নিশ্চিত করতে চাই যে, কোন সাংবাদিক যেন নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হুমকির শিকার না হন।”
তিনি দ্রুত দোষীদের গ্রেফতার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও জানান।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। দৈনিক মেঘনার তীর পত্রিকার প্রকাশক-সম্পাদক আব্বাছ হোসেনের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, “এ ধরনের হুমকি সাংবাদিক সমাজের জন্য খুবই উদ্বেগজনক। সাংবাদিকরা দেশের জনগণের জন্য সত্যের পক্ষে কথা বলে, তাদের ওপর এই ধরনের হামলা বা হুমকি গ্রহণযোগ্য নয়।”
সাংবাদিক আব্বাছ হোসেন বলেন, “এমন হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি, সাংবাদিকতার পেশায় থেকে কখনও ভয় পেলে চলবে না। আমি আমার কাজ চালিয়ে যাব, তবে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।”
সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের কাছে সাংবাদিকরা কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা বলেন, “সাংবাদিকরা যখন স্বাধীনভাবে কাজ করতে পারেন না, তখন তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।”
বিশেষজ্ঞদের মতে, সাংবাদিকদের নিরাপত্তা না দিলে মুক্ত গণমাধ্যমের আদর্শ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা নাগরিকদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.