আজ
|| ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আজ জেমস-আজমতের কনসার্ট হচ্ছে না
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
প্রভাত বিনোদন: সব ঠিক ছিলো। কনসার্টের ভেন্যু, সময়, মঞ্চ, সাউন্ড, লাইট; এমনকি মূল চমক পাকিস্তানের আলি আজমতও ৩ দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন। লক্ষ্য একটাই, ১৪ নভেম্বর ঢাকায় জেমসের মঞ্চে গাইবেন আজমত। দুই দেশের দুই তারকার এটাই প্রথম মঞ্চ শেয়ার। ফলে দুই পক্ষের আগ্রহটাও ছিলো সমানে সমান।
কিন্তু কনসার্টের আগের দিন রাতে (১৩ নভেম্বর) আয়োজক সূত্র নিশ্চিত করেছে, ১৪ নভেম্বরের নির্ধারিত কনসার্টটি হচ্ছে না। কারণ রাজনৈতিক পরিস্থিতি।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন স্পষ্ট ভাষায় জানায়, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে (১৪ নভেম্বর) কনসার্টের জন্য প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। পরবর্তীতে কনসার্টের জন্য শিগগিরই নতুন তারিখ জানানো হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউনসহ দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জের ধরে প্রশাসন কনসার্টের অনুমোদন দিয়েও শেষ মুহূর্তে বাতিল করেছে। এড়াতে চাইছে কনসার্টকে ঘিরে অপ্রীতিকর ঘটনা। আজ, ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’।
কনসার্টটির প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আয়োজকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কনসার্ট বাতিল হলেও আলি আজমত এখনও ঢাকায় অপেক্ষা করছেন কনসার্টের জন্য। অর্থাৎ তিনি এখনই ঢাকা ছাড়ছেন না। কারণ, আয়োজকরা চেষ্টা করছেন, দুই চারদিনের মধ্যে কনসার্টটি করার অনুমতি পাওয়ার জন্য।
সেটি সম্ভব না হলে, আলি আজমত বিষণ্ণ মনে ফিরে যাবেন ইসলামাবাদে। জেমস ব্যস্ত হবেন তার পরবর্তী ইভেন্টে।
প্রশ্ন ছিলো, তাহলে চড়া মূল্যে কেনা টিকিটের কী হবে? শ্রোতারা টাকা ফেরত পাবেন তো! নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজন সংশ্লিষ্ট একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুটো দিকই সমান গুরুত্ব দিয়ে দেখছি। প্রথমটি কনসার্টটি যেন দুই এক দিনের মধ্যে করার অনুমতি পাই। আর সেটি না পেলে দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার তালিকাটিও তৈরি করছি। আমরা কথা দিচ্ছি, সকল ক্রেতাই তাদের টাকা ফেরত পাবেন।’
খবর মিলেছে, শুধু জেমস-আজমতের কনসার্টই নয়, গত দুদিনে দেশের বেশিরভাগ আয়োজনই বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এসব আয়োজনের মাধ্যমে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেটি প্রশাসন চাইছে না।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.