আজ
|| ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাসে আগুন দিয়ে ভিডিও, আটক ১: পুলিশ
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: ঢাকার মিরপুরে বাসে আগুন দেওয়ার পর জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপিয়ে পড়ে ছাইয়াফ (২২) নামে এক তরুণ মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১০টার পর মিরপুরের শাহ আলী থানার উত্তর নবাবের বাগের সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে রাস্তার পাশে থেমে থাকা একটি বাসে কয়েকজন তরুণ প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেন। অগ্নিসংযোগ করে তাঁরা বাসটির ভিডিও মুঠোফোনে ধারণ করছিলেন।
পুলিশ আরও জানায়, আশপাশের লোকজন বাসে আগুন জ্বলতে দেখে তাঁদের ধাওয়া দেয়। নাহিয়ান আমির সানি (১৮) নামের এক তরুণকে আটক করা হয়। এ সময় নাহিয়ানের সঙ্গী ছাইয়াফ দৌড়ে গিয়ে পাশের তুরাগ নদে ঝাঁপ দেন এবং আরেকজন পালিয়ে যান। সাঁতার না জানা থাকায় ছাইয়াফ পানিতে ডুবে যান।
মুমূর্ষু অবস্থায় ছাইয়াফকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে গেলে আটক আমিরকে সোপর্দ করেন জনতা। পালিয়ে যাওয়া আরেকজনের নাম রুদ্র মোহাম্মদ বলে জানিয়েছে পুলিশ। তাঁকে ধরার চেষ্টা চলছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.