আজ
|| ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
‘ব্যাচেলর পয়েন্ট’–এ নতুন চমক অর্চিতা স্পর্শিয়া
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
প্রভাত বিনোদন: কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫ এবার আরও রঙিন ও চমকপ্রদ হয়ে উঠেছে। ব্যাচেলর ফ্ল্যাটে কাবিলা, হাবু, পাশাদের পাশাপাশি দেখা মিলছে জাকিরের, আর এবার নতুন চরিত্রের যোগে দর্শকদের অপেক্ষা করছে বিশেষ বিস্ময়—অর্চিতা স্পর্শিয়া।
নির্মাতা বলছেন, এই চরিত্রটি দর্শকদের জন্য বিশাল চমক হবে। কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নির্মাতা এই চমকের ইঙ্গিত দিয়েছিলেন। ছবিতে অভিনেত্রীর মুখ দেখা যায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্টার প্রকাশ করে স্পর্শিয়ার পরিচয় জানা গেল। অমি জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন স্পর্শিয়া।
গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। তাই চাচ্ছিলাম ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। “ব্যাচেলর পয়েন্ট” টিম থেকে যখন কল এল, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়।’
কাজল আরেফিনের সঙ্গে কাজ প্রসঙ্গে স্পর্শিয়া আরও বলেন, ‘এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনো কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবরেশনে অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকেরা বলবেন।’
কাজল আরেফিন বলেন, ‘“ব্যাচেলর পয়েন্ট”–এ পুরুষ চরিত্র বেশি দেখা যায়। বিগত সিজনে যেসব নারী চরিত্র দেখেছেন, দর্শকেরা সবকেই পছন্দ করেছেন। গল্পের চাহিদায় সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, তাই স্পর্শিয়াকে নেওয়া হয়েছে।’
‘ব্যাচেলর পয়েন্ট’-এ ইতোমধ্যেই অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গর এবং পরবর্তী সময়ে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.