আজ
|| ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মানিকগঞ্জে স্কুলবাসে আগুন, দগ্ধ চালকের অবস্থা আশঙ্কাজনক
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৫
প্রভাত সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে সড়কের পাশে থেমে রাখা একটি স্কুলবাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক তাজেস খান (৪৫) এ ঘটনায় গুরুতর দগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে। চালক তাজেস খানের বাড়ি সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।
পুলিশ জানায়, দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো সড়কের পাশে পার্ক করে রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। তখন বাসেই ঘুমাচ্ছিলেন চালক তাজেস খান। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগের কারণ জানতে তদন্ত চলছে।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.