প্রভাত সংবাদদাতা, নীলফামারী : সীমান্ত এলাকায় চোরাচালান দমনে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে পঞ্চগড় সীমান্তে বিশেষ অভিযানে ৬ লাখ ৭৮ হাজার টাকার ভারতীয় শাড়ি ও শাল চাদর আটক করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বিজিবি জানায়, শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় ধামেরঘাট বিওপির দুইটি টহল দল, নিয়মিত ও বিশেষ টহল নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে লাহেরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৭৭১/১-এস হতে প্রায় ১২০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে টহল দলটি মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ পিস শাড়ি এবং ৯০ পিস শাল চাদর আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৬,৭৮,০০০ টাকা।
৫৬ বিজিবি সূত্র আরও জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে মাদক, কাপড়সহ যেকোনো প্রকার চোরাচালান ঠেকাতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সীমান্তে চোরাচালান দমনে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।