আজ
|| ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
পিরোজপুরে বাপার কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে কমিটি হালনাগাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, কোষাধ্যক্ষ জাকির হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ।
মতবিনিময় সভায় সর্ব সম্মতিক্রমে বাপা পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক: খালেদা আক্তার হেনা, যুগ্ম আহ্বায়ক: জিয়াউল আহসান ও ইমাম হোসেন মাসুদ, সদস্য সচিব: রিয়াজুল হক।
নেতৃবৃন্দ সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, পরিবেশ সুরক্ষা আন্দোলনকে জোরদার করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে স্থানীয় পরিবেশ সংকট মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান করেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.