আজ
|| ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে ফার্মেসিতে অগ্নিকাণ্ড,অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া এলাকায় ডাঃ সমির চন্দ্র হালদার নামে এক চিকিৎসকের ওষুধের ফার্মেসিতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর ) রাত আনুমানিক ১২ টার দিকে কে বা কারা এই অগ্নিসংযোগ ঘটিয়েছে তা এখনো অজ্ঞাত।
ফার্মেসির মালিক সমীর চন্দ্র হালদার (৪৮) জানান, তিনি প্রায় দুই দশক ধরে সেখমাটিয়া মেইন রোডের পাশে তার বাড়ির সামনে ঔষধের দোকান শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করে আসছেন। রাতের গভীরে হঠাৎ দোকানে আগুন লাগলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৮,০০,০০০ টাকা (আট লাখ) টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার পর স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ২৩ নভেম্বর রবিবার সকালে তিনি নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অগ্নিসংযোগকারী ব্যক্তি বা ব্যক্তিবর্গ অজ্ঞাত।এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক,ব্যক্তিবর্গ প্রশাসনের নিকট দুরুত তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.