• রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
গুমের মামলায় হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন জেড আই খান পান্না প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা করবে : জামায়াত নেতা হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস–পরীক্ষা বন্ধ ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত চাদর-বালিশ নিয়ে সড়কে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা সতর্ক না হলে বড় বিপর্যয় অপেক্ষা করছে : রাজউক চেয়ারম্যান
ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি

১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

প্রভাত রিপোর্ট / ৫ বার
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের প্রভাবে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আজ রবিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক ভার্চ্যুয়াল জরুরি সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সিন্ডিকেট সভায় জানানো হয়, ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শসহ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে দেখা যায়, আবাসিক হলগুলোতে ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার কাজের আগে সেগুলো খালি করা প্রয়োজন।
এ কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার পাশাপাশি আবাসিক সকল হলে জরুরি পরিদর্শন ও ঝুঁকি মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। হলগুলো খালি করতে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সভায় অনুরোধ জানানো হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ নিয়মিতভাবে খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও