আজ
|| ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চ্যালেঞ্জ হলেও নির্বাচন-গণভোট একদিনে হওয়া উচিত : অর্থ উপদেষ্টা
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: চ্যালেঞ্জ হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে গণভোট এবং নির্বাচন একদিনে আয়োজন করা তাদের জন্য চ্যালেঞ্জ হবে। এ বিষয়ে সরকার কি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেছে, না কি তাদের ওপর তা চাপিয়ে দেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও এটা গ্রহণ করতে হবে, একই দিনে (নির্বাচন-গণভোট) করা।’
‘সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন একদিনে করা। কারণ দুইদিনে করা মানে পুরো জিনিস, রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, এটা খুব সোজা কাজ না। এমনকি কিছু কিছু ব্যাংকের জুনিয়র অফিসার, স্কুল শিক্ষকরা ডিউটিতে যাবেন। তাদের দুইদিন নিয়ে আসবেন, এগুলো খুব কঠিন। অতএব একদিনে করা ভালো। পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়। অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। লজিস্টিক্যালি আমার মনে হয় একদিনে করা বেটার এবং এটাই সুষ্ঠুভাবে করা যেতে পারে,’ যোগ করেন তিনি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.