আজ
|| ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আফগানিস্তানের হুমকির পর হামলার অভিযোগ অস্বীকার করলো পাকিস্তান
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২৫
প্রভাত ডেস্ক: তালেবান পাল্টা হামলার হুমকি দেয়ার পর পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানে হামলার অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের হামলায় ১০ জনের প্রাণহানির ঘটনার পর কাবুলের তালেবান সরকার সঠিক সময়ে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। এই হুমকির পর পাকিস্তানের সামরিক বাহিনী প্রতিবেশী দেশটিতে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, খোস্ত প্রদেশে বিমান হামলায় ৯ শিশু ও এক নারী ‘‘শহীদ’’ হয়েছেন। তিনি এই হামলার জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করে বলেছেন, হামলার লক্ষ্য ছিল এক স্থানীয় বেসামরিক নাগরিকের বাড়ি।
ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক পাকিস্তান সীমান্তের কাছে ওই এলাকায় হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে হতাহতদের উদ্ধার ও মৃতদের কবর প্রস্তুত করতে দেখেছেন বলে জানিয়েছেন।
আফগানিস্তানের জিগে মুঘলগাই এলাকার বাসিন্দা সাজিদুর রহমান বলেছেন, পাকিস্তান সরকারের প্রতি আমাদের অনুরোধ, সাধারণ মানুষের ওপর বোমা ফেলবেন না। বেসামরিক মানুষ কোনও অপরাধ করেনি।
খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুশতাগফির গুরবুজ বলেছেন, ‘‘এই হামলা বিমান থেকে চালানো হয়েছে, যার মধ্যে ড্রোনও ছিল।’’
পাশের কুনার ও পাকতিকা সীমান্ত অঞ্চলও হামলার শিকার হয়েছে। সেখানে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ইসলামিক আমিরাত সীমান্ত লঙ্ঘনের এই ঘটনার কঠোর নিন্দা জানায়। দেশের আকাশসীমা, ভূখণ্ড ও জনগণকে রক্ষা করার বৈধ অধিকার রয়েছে সরকারের এবং সঠিক সময়ে উপযুক্ত জবাব দেওয়া হবে।
যদিও আফগানিস্তানে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়নি। তিনি বলেন, আমরা যখনই কোনও হামলা চালাই, তা প্রকাশ্যেই ঘোষণা করা হয়। পাকিস্তান কখনোই বেসামরিক জনগোষ্ঠীর ওপর হামলা করে না। আফগান অন্তর্বর্তী সরকারের অভিযোগ ভিত্তিহীন। সোমবার পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলায় তিন কর্মকর্তা নিহত ও ১১ জন আহত হন। এই হামলার পর মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিমান হামলার ঘটনা ঘটেছে। যদিও উভয় হামলার জন্য আনুষ্ঠানিকভাবে কোনও গোষ্ঠীই এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল পিটিভি বলেছে, আধাসামরিক বাহিনীর সদরদপ্তরের হামলাকারীরা আফগান নাগরিক।
সূত্র: এএফপি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.