• বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাফিক সার্জেন্টদের হাতে তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা শাহবাগে বিসিএস প্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৫ আফগানিস্তানের হুমকির পর হামলার অভিযোগ অস্বীকার করলো পাকিস্তান লটারির মাধ্যমে এসপি বদলি ভালো পদ্ধতি হতে পারে না : নজরুল ইসলাম খান ১০ম গ্রেড বাস্তবায়নে ৯৬ ঘণ্টার আলটিমেটাম টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান কাল ‘লং মার্চ টু সচিবালয়’ করবে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা ভূমিকম্প আতঙ্কে সাত দিনের জন্য বন্ধ বিএমইউর আবাসিক হল অপরিকল্পিত উন্নয়নের কারণে দেশের কৃষিজমি দ্রুত কমে যাচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা এই সরকার চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশিদের সঙ্গে চুক্তি করতে পারে না: কায়সার কামাল

ভূমিকম্প আতঙ্কে সাত দিনের জন্য বন্ধ বিএমইউর আবাসিক হল

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ভূমিকম্পের পর পুরোনো হল ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় আগামী সাত দিনের জন্য এ-ব্লক ডক্টরস হল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) কর্তৃপক্ষ। তবে শিক্ষা ও হাসপাতালের সেবা কার্যক্রম চলমান থাকায় রেসিডেন্ট চিকিৎসকেরা এখন বাস্তবে কোথায় থাকবেন এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে নোটিশে শিক্ষা ও সেবা কার্যক্রম চলমান রেখে হল বন্ধ ঘোষণায় বিব্রতকর অবস্থায় পড়েছেন রেসিডেন্ট চিকিৎসকেরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) ভারপ্রাপ্ত হল প্রভোস্ট ডা. জামাল উদ্দীন আহমদ স্বাক্ষরিত নোটিশে হল বন্ধের এই নির্দেশনা দেওয়া হয়।
প্রকাশিত নোটিশে বলা হয়, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সব রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীকে কক্ষ খালি করে হল ছাড়তে হবে। কারণ হিসেবে জানানো হয়, প্রকৌশল দপ্তরের চলমান সংস্কারকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে হলে কক্ষ পুরোপুরি খালি রাখতে হবে। ব্যক্তিগত মূল্যবান জিনিস নিরাপদ স্থানে সরিয়ে ফেলা এবং কক্ষের চাবি কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। একইসঙ্গে ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এ-ব্লক ডক্টরস হল ডাইনিংয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে হলের কার্যক্রম বন্ধ ঘোষণার পাশাপাশি একই সময়ে বন্ধ ঘোষণা করা হয়েছে সপ্তম তলায় অবস্থিত এ-ব্লক ডক্টরস হল ডাইনিং। আলাদা জরুরি নোটিশে জানানো হয়, ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সব খাবার সেবা স্থগিত থাকবে।
হঠাৎ নির্দেশনায় সবচেয়ে বিপাকে পড়েছেন রেসিডেন্ট চিকিৎসকেরা। কারণ তারা হল ছাড়বেন ঠিকই, কিন্তু কোথায় থাকবেনÍএ নিয়ে প্রশাসনের কোনো সমাধান নেই। এক রেসিডেন্ট চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হল ছাড়ার নোটিশ দিয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের তো কোনো বিকল্প ব্যবস্থা রাখেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়ার সঙ্গে সঙ্গে অ্যাকাডেমিক কার্যক্রমও বন্ধ করেছে। আমাদের ক্ষেত্রে হল ছাড়ার নির্দেশ দিয়েছে, কিন্তু শিক্ষা আর হাসপাতালের ডিউটিÍদুটোই চালু থাকবে। এটা স্পষ্টভাবে স্ববিরোধী।’তিনি আরও বলেন, ‘যদি বলা হতো হল ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের থাকার জন্য বিকল্প জায়গা দিয়েছেÍতাহলে সমস্যা নেই। সেখানে থেকে ডিউটি করতাম। কিন্তু এখন হল ছাড়লে থাকবো কোথায়? সাত দিনের জন্য কেউ নতুন বাসা নেবে কীভাবে? আর বিশ্রাম ছাড়া ডিউটি করবো কীভাবে? বিভাগগুলো তো ছুটিও দিচ্ছে না। রুমেও থাকা যাবে না, ডিউটিও করতে হবেÍএটা কোনোভাবেই সম্ভব না।’
২৩ নভেম্বরের ভূমিকম্পের পর ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় জরুরি পরিস্থিতিতে ক্লাস-পরীক্ষা স্থগিত করে ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে। বিশেষজ্ঞদের মতে, বড়ো ভূমিকম্পের পর ধারাবাহিক পরাঘাত হওয়া স্বাভাবিক, যা পুরোনো ভবনের ঝুঁকি বাড়ায়।
বিএমইউর বহু বছরের পুরোনো হল ভবনে রেসিডেন্ট চিকিৎসকেরা আগে থেকেই নিরাপত্তাহীনতায় ছিলেন। সেই প্রেক্ষাপটে বিকল্প আবাসনের দাবিও জানিয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত দিনের জন্য হল বন্ধের ঘোষণা দিলেও সেই দাবির কোনো বাস্তব সমাধান এখনো দেয়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও