আজ
|| ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
নাজিরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের স্মারকলিপি প্রদান
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৫
মো. বাবুল শেখ,পিরোজপুর: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নন ক্যাডার কর্মচারীদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। বুধবার (২৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা ঐক্য পরিষদ ও বাংলাদেশ মাঠ কর্মচারী সমিতির পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগবিধি না থাকায় FWV, FPI ও FWসহ ৩৩,৫১০ জন কর্মী পদোন্নতি, গ্রেড উন্নীতকরণসহ বিভিন্ন চাকুরীগত সুবিধা থেকে বঞ্চিত এ অভিযোগ স্মারকলিপিতে উল্লেখ করা হয়। চলমান জটিলতার কারণে নিয়োগবিধির ফাইল অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে বলেও জানানো হয়।
২১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বৃহৎ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে ৩০ নভেম্বরের মধ্যে নিয়োগবিধির অগ্রগতি না হলে নভেম্বর মাসের MIS রিপোর্ট বন্ধ ও ডিসেম্বরের পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ বর্জনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া বদলিকৃত দুই কর্মীকে পূর্বের কর্মস্থলে ফেরত না দিলে এবং কারও বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দেন।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.