আজ
|| ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শাহবাগে বিএমইউয়ে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে
প্রকাশের তারিখঃ ২৬ নভেম্বর, ২০২৫
প্রভাত রিপোর্ট: রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতালের ‘এ’ ব্লকের ৪র্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (বুধবার) বেলা ১১টা ১৪ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ জানান, বেলা ১১টা ১৪ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে মোট ৭টি ইউনিট পাঠানো হয়। ১১টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আসে। প্রাথমিকভাবে আগুনে কোনো হতাহত বা আটকে পরা ভিকটিমের খবর পাওয়া যায়নি।
Copyright © 2025 প্রভাত. All rights reserved.