প্রভাত বিনোদন : সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ ঘটে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। খ্যাতিমান এই শিল্পীর মৃত্যুতে সহকর্মী এবং ভক্তদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
জানা গেছে, প্রায় এক মাস আগে সেলিম হায়দারের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। মাঝে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও সাম্প্রতিক দিনগুলোতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বৃহস্পতিবার রাতেই তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি আর নেই।
গিটারিস্ট সেলিম হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ বাংলাদেশ এক অত্যন্ত প্রতিভাবান শিল্পীকে হারাল। গত ৩০ বছর ধরে তিনি আমার সঙ্গে বাজিয়েছেন। আমরা প্রায় সারা বিশ্ব ঘুরে একসঙ্গে কনসার্ট করেছি। তিনি ছিল আমার ব্যান্ডের এক অপরিহার্য সদস্য। প্রতিটি সুর, প্রতিটি গান তার মুখস্থ ছিল। নিজের কাজে ছিলেন ভীষণ নিবেদিত।’
রুনা লায়লা লেখেন, ‘আমি জানতাম তিনি অসুস্থ, মাঝে মাঝে তার খোঁজও নিতাম। আশা করতাম, খুব শিগগির সুস্থ হয়ে আবার আমার কনসার্টে বাজাবেন… কিন্তু সেটি আর হলো না। আমি সেলিম হায়দারকে খুব তাড়াতাড়িই হারালাম।’
রুনা লায়লা আরও লেখন, ‘তার এমন অকাল প্রয়াণে আমি হতভম্ব, হৃদয় ভেঙে গেছে। কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং তার আত্মাকে শান্তিতে রাখুন। আমিন।’
উল্লেখ্য, শুক্রবার বাদ জুমা রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট। তবে বেস, ড্রামস ও কি-বোর্ডেও পারদর্শী ছিলেন। তার সংগীত পরিচালনায় ফিডব্যাকের দুটি জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’।