• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় লোকসানে জিপিএইচ ইস্পাত, শেয়ারহোল্ডারদের দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ভারতে ডলারের দাম প্রায় ৯০ রুপি জমির ব্যবহার, নকশা ও ইমারত নির্মাণ অনুমোদন ফি বাড়ানোর উদ্যোগ ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পশ্চিমা সহায়তার ১০ হাজার কোটি ডলার চুরি করেছেন ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে ইমরান খানের নেতা-কর্মীরা

আইপিএল নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, সাকিবের ১ কোটি

প্রভাত রিপোর্ট / ৩ বার
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

প্রভাত স্পোর্টস : আইপিএলে এবার মিনি নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তাঁদের মধ্যে ৪৫ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের তালিকায়। সাকিব আল হাসানের ভিত্তি মূল্য ১ কোটি রুপি।
ক্রিকেটবিষয়ক খবরের পোর্টাল ইএসপিএনক্রিকইনফো জানায়, ১ হাজার ৩৫৫ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন মিনি নিলামের জন্য। গত ৩০ নভেম্বর নিলামের জন্য নিবন্ধিত হওয়ার শেষ দিনটি পার হওয়ার পর গতকাল নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ।
সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করা যাবে। মিনি নিলাম থেকে খেলোয়াড়দের দলে টানতে ৭৭টি জায়গা ফাঁকা আছে ফ্র্যাঞ্চাইজিগুলোয়। এর মধ্যে ৩১টি জায়গাই বিদেশি খেলোয়াড়দের জন্য। ১০টি ফ্র্যাঞ্চাইজি থেকে পছন্দের খেলোয়াড়দের তালিকা পাওয়ার পর নিবন্ধিত খেলোয়াড়দের এই তালিকা ছাঁটবে আইপিএল কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ দিন ৫ ডিসেম্বর। ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের মৌসুমের মিনি নিলাম।
সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকায় ভারতের মাত্র দুজন—ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিষ্ণোই। বাকি ৪৩ জনই ভারতের বাইরের ক্রিকেটার। ভারতের বাইরে ১৪টি দেশ থেকে এবার মিনি নিলামের জন্য খেলোয়াড়েরা নিজেদের নাম নিবন্ধিত করেছেন। প্রচলিত ক্রিকেট খেলুড়ে দেশগুলো তো আছেই, তাদের বাইরে মালয়েশিয়া থেকেও নাম নিবন্ধিত করা হয়েছে। কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়া মালয়েশিয়ার বীরানদীপ সিং নিবন্ধিত হয়েছেন এবারের নিলামে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এবারের মিনি নিলামে মূল আকর্ষণ হতে পারেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চোটের কারণে গত বছর মেগা নিলামে তিনি অংশ নেননি। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস তাঁকে কিনতে আগ্রহী হয়ে উঠতে পারে। কারণ, এবারের নিলামে আর্থিক দিক থেকে কলকাতা (৬৪.৩ কোটি রুপি) ও চেন্নাইয়ের (৪৩.৪ কোটি রুপি) বাজেট সবচেয়ে বেশি। দুটি ফ্র্যাঞ্চাইজির বিদেশি ক্রিকেটারের জায়গাও ফাঁকা আছে। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ার পর গ্রিনকে দিয়ে তাঁর শূন্যতা পূরণ করতে পারে কলকাতা।
নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় অনুপস্থিত খেলোয়াড়দের মধ্যে বড় নাম গ্লেন ম্যাক্সওয়েল। এবার আইপিএলের মিনি নিলামে নিবন্ধিত হননি অস্ট্রেলিয়ান তারকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও