• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় লোকসানে জিপিএইচ ইস্পাত, শেয়ারহোল্ডারদের দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ভারতে ডলারের দাম প্রায় ৯০ রুপি জমির ব্যবহার, নকশা ও ইমারত নির্মাণ অনুমোদন ফি বাড়ানোর উদ্যোগ ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পশ্চিমা সহায়তার ১০ হাজার কোটি ডলার চুরি করেছেন ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে ইমরান খানের নেতা-কর্মীরা

লোকসানে জিপিএইচ ইস্পাত, শেয়ারহোল্ডারদের দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

প্রভাত অর্থনীতি: শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এ লভ্যাংশের ঘোষণা দেয় কোম্পানি কর্তৃপক্ষ। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি লভ্যাংশের সিদ্ধান্ত নেওয়া হয়।
সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। আগের অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৭২ পয়সা। আগের অর্থবছর শেষে যা ছিল ৫২ টাকা ৪৩ পয়সা।
সর্বশেষ সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নিট নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা। আগের অর্থবছরে যা হয়েছিল ৯ টাকা ৮৯ পয়সা। এদিকে, ঘোষিত লভ্যাংশ ও সর্বশেষ অর্থবছরের অন্যান্য এজেন্ডাগুলোতে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানি কর্তৃপক্ষ। এই সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও