• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় লোকসানে জিপিএইচ ইস্পাত, শেয়ারহোল্ডারদের দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ভারতে ডলারের দাম প্রায় ৯০ রুপি জমির ব্যবহার, নকশা ও ইমারত নির্মাণ অনুমোদন ফি বাড়ানোর উদ্যোগ ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পশ্চিমা সহায়তার ১০ হাজার কোটি ডলার চুরি করেছেন ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে ইমরান খানের নেতা-কর্মীরা

সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা

প্রভাত রিপোর্ট / ৪ বার
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

প্রভাত ডেস্ক: সিরিয়ার অভ্যন্তরে হস্তক্ষেপ ও দেশটিকে অস্থিতিশীল না করতে দখলদার ইসরায়েলকে সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এ নিয়ে পোস্ট দেন ট্রাম্প। তিনি বলেন, “সিরিয়ার সাথে ইসরায়েলের একটি সুদৃঢ় ও আন্তরিক আলোচনা বজায় রাখা এবং সিরিয়া যাতে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারে, সে পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করাটা ইসরায়েলের জন্য খুবই জরুরি।”
এ পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত বছরের ডিসেম্বরে স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেন ইসলামপন্থি আহমেদ আল শারা। আগে তাকে জঙ্গির তকমা দিলেও; সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর তার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। গত নভেম্বরে শারা যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। ট্রাম্প জানিয়েছন, শারার পদক্ষেপে তিনি সন্তুষ্ট।
গত শুক্রবার দক্ষিণ সিরিয়ায় রাতের আধারে সশস্ত্র গোষ্ঠীর এক যোদ্ধাকে আটক করতে যায় ইসরায়েলি সেনারা। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এরপর ইসরায়েলি বিমানবাহিনী সেখানে বিমান হামলা চালায়। এতে শিশুসহ ১৩ জন নিহত হন। এ ঘটনার জেরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এরপরই ইসরায়েলকে সতর্কতা দিয়ে পোস্ট করেছেন ট্রাম্প।
এদিকে মার্কিন একটি সূত্র জানিয়েছে, সিরিয়ার নতুন সরকার শত্রু হয়ে উঠবে এমন কিছু না করতে ইসরায়েলকে সতর্কতা দেওয়া হয়েছে।
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার সামরিক অবকাঠামো লক্ষ্য করে কয়েকশ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সামরিকভাবে দেশটিকে অক্ষম করে দিয়েছে দখলদাররা। এছাড়া সিরিয়ার গোলান মালভূমির আরও অংশ দখল করেছে তারা। সূত্র: আল আরাবিয়া


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও