নুরুল ইসলাম সুমন, কক্সবাজার : দীর্ঘ ১৪ বছর পর কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তার ছয় দিনের গণসংযোগ।
সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব ছফওয়ানুল করিম সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ২ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত তার দিনব্যাপী প্রচারণা ও গণসংযোগসূচি প্রকাশ করেন।
দীর্ঘদিন পর জাতীয় নেতাকে সামনে পেয়ে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন ইউনিটে বৈঠক, ব্যানার-ফেস্টুন টানানো এবং গণসংযোগ পথরেখা নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেন,“১৪ বছর পর আমাদের নেতা সরাসরি মানুষের কাছে ফিরে আসছেন। জেলা-উপজেলার প্রতিটি ওয়ার্ড, গ্রাম ও জনপদে আমরা গণসংযোগের প্রস্তুতি নিয়েছি।” তার ভাষায়, সালাহউদ্দিন আহমদ এ সফরে এক সপ্তাহ এলাকায় অবস্থান করবেন এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
আজ থেকেই গণসংযোগের যাত্রা
স্থানীয় বিএনপি নেতারা জানান, সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর থেকে সরাসরি তিনি নির্বাচনী এলাকা চকরিয়ায় এসে দিনের প্রথম গণসংযোগ শুরু করবেন খুটাখালী ইউনিয়নে। এরপর মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে ধারাবাহিকভাবে মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
একইদিন বিকাল ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
মনোনয়ন পাওয়ার পর প্রথম সফর
দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে সালাহউদ্দিন আহমেদ এলাকায় নিয়মিত যেতে পারেননি। তবে ধানের শীষের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার পর এটিই তার প্রথম বড় ধরনের নির্বাচনী সফর।
তার ঘনিষ্ঠ সূত্র জানায়—এ সফর পুরোপুরি নির্বাচনের প্রস্তুতিমূলক। তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে এলাকার উন্নয়ন সম্ভাবনা, জনগণের সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন।
নেতাকর্মীদের উৎসাহ সর্বোচ্চ পর্যায়ে
চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং সাধারণ সম্পাদক মোবারক আলী জানান, খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে কর্মসূচি সফল করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
এছাড়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হেফাজেতুর রহমান টিপু এবং পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন— প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে কাজ করছেন।
১৪ বছর পর রাজনীতিতে নতুন প্রাণছোঁয়া
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, সালাহউদ্দিন আহমদের প্রত্যাবর্তন আসন্ন নির্বাচনে নতুন গতি আনবে। তিনি জনমানুষের কাছে গ্রহণযোগ্য ও পরিচিত মুখ হওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে।
চকরিয়া-পেকুয়ার প্রত্যন্ত গ্রামগুলোতে ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় স্বাগত পোস্টার, ব্যানার ও শুভেচ্ছা সজ্জায় সাজানো হয়েছে প্রধান সড়ক ও গলি।
নেতাকর্মীদের আশা—“১৪ বছর পর নেতার প্রত্যাবর্তনে নির্বাচনী মাঠ আবারও প্রাণ ফিরে পাবে।”