• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য বাজেট থেকে ২০ হাজার কোটি টাকা ছাড় লোকসানে জিপিএইচ ইস্পাত, শেয়ারহোল্ডারদের দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ ভারতে ডলারের দাম প্রায় ৯০ রুপি জমির ব্যবহার, নকশা ও ইমারত নির্মাণ অনুমোদন ফি বাড়ানোর উদ্যোগ ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ সিরিয়ায় ‘হস্তক্ষেপ’ না করতে ইসরায়েলকে ট্রাম্পের সতর্কতা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখল করল রুশ সেনারা সাধারণ ক্ষমার নিশ্চয়তায় দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পশ্চিমা সহায়তার ১০ হাজার কোটি ডলার চুরি করেছেন ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভে ইমরান খানের নেতা-কর্মীরা

৫ ডিসেম্বর শেষ হবে ডুয়া লিপার সফর, আবেগাপ্লুত শিল্পী

প্রভাত রিপোর্ট / ২ বার
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন : ৫ নভেম্বর সিঙ্গাপুর থেকে শুরু হয়েছিল যাত্রা, শেষ হবে ৫ ডিসেম্বর; মেক্সিকো সিটিতে। দীর্ঘ এক বছরে নিজের ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুর নিয়ে দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়িয়েছেন ডুয়া লিপা। আলোচিত এই সংগীত সফর শেষ হচ্ছে, তাই আবেগের জোয়ারে ভাসছেন গায়িকা। ট্যুরের শেষ ধাপে এখন লাতিন আমেরিকা সফরে আছেন তিনি। কলম্বিয়ার বোগোতায় শো করেছেন গত ২৮ নভেম্বর। এদিন কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রামে ডুয়া লিখেছেন, ‘এই অবিশ্বাস্য সফর শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা। আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।’
কলম্বিয়া হলো শাকিবার দেশ, তাই বোগোতার শোতে ডুয়া পরিবেশন করেন শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গানের ক্লিপ শেয়ার করে ডুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।’
গত বছরের ৩ মে প্রকাশিত হয় ডুয়ার তৃতীয় অ্যালবাম ‘র‍্যাডিক্যাল অপটিমিজম’; এরপরই একই নামের সংগীত সফরে বের হন ডুয়া। গায়িকা জানিয়েছেন, ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে সফর শেষ হওয়ার পর গান থেকে সাময়িক বিরতি নেবেন। এর আগে ভ্যারাইটিকে তিনি বলেছিলেন, ‘দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা। এই সফরের শেষে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাব। নতুন বছরে, নতুন কিছু নিয়ে ফিরব।’ বিলবোর্ড অবলম্বনে


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও