• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি

প্রভাত রিপোর্ট / ৩১ বার
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট : ইউরোপে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে মানবপাচারকারীদের খপ্পরে পড়েছিলেন তারা কিন্তু গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, লিবিয়ায় অপহরণ ও নির্মম নির্যাতনের শিকার হতে হয় তাদের। অবশেষে ডিটেনশন সেন্টারের দুর্বিষহ জীবন শেষে দেশে ফিরেছেন ৩১০ বাংলাদেশি।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় লিবিয়া থেকে একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হয়েছে।
জানা যায়, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনায় পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে তারা বিভিন্ন সময়ে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে তাদের স্থান হয় লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে। সেখান থেকেই তাদের উদ্ধার করে দেশে ফেরত আনা হয়েছে।
বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভুক্তভোগীদের অনুরোধ জানানো হয়, তারা যেন তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সবার কাছে তুলে ধরেন। এতে করে জনসচেতনতা বাড়বে এবং অন্যরা অবৈধ পথে বিদেশ যাত্রায় নিরুৎসাহিত হবে।
সরকার ও আইওএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলোতে আটকে থাকা অন্য বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও