• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হোমনায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসস্ত্রসহ ৫ যুবক আটক হজযাত্রীদের বাড়িভাড়া চুক্তি সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা ‘নির্বাচনি মাঠে কেউ বাড়াবাড়ি করছে কিনা তা জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত’ ঢাকায় মেট্রোরেলের পরিসর আরও বাড়ানো হবে : জামায়াত আমির মির্জা আব্বাস দেশের ‘এক নম্বর ক্রিমিনাল’: নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সঙ্গে ধোঁকাবাজি: সালাহউদ্দিন আহমদ নির্বাচনে জরুরি পরিস্থিতিতে প্রস্তুত বিজিবির ডগ স্কোয়াড-হেলিকপ্টার সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল থেকে ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি অন্তর্বর্তী সরকার কেন বিচার বিভাগকে পঙ্গু করে রেখেছে: এ কে আজাদ
সাংবাদিকদের সাথে মতবিনিময়

পূর্বাচলকে আলাদা সিটি কর্পোরেশন করার আহবান দিপু ভূঁইয়ার

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও দ্রুত নগরায়নশীল এলাকা রূপগঞ্জ এর পূর্বাচল কে আলাদা সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করার জোরালো আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
সোমবার রূপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় দিপু ভূঁইয়া বলেন, রাজধানী সংলগ্ন পূর্বাচল নতুন শহর ও এর আশপাশের এলাকায় যেভাবে দ্রুত আবাসন প্রকল্প, শিল্পায়ন ও বাণিজ্যিক কার্যক্রম বিস্তৃত হচ্ছে, তাতে করে রূপগঞ্জের জনসংখ্যা, অবকাঠামো ও নাগরিক চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই বাস্তবতায় রূপগঞ্জ এর পূর্বাচল কে আলাদা সিটি কর্পোরেশন করা সময়ের দাবি।
তিনি বলেন, পূর্বাচল আলাদা সিটি কর্পোরেশন হলে এই অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ নিশ্চিত করা যাবে। এতে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়ন আরও পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
বিগত সময়ের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে দিপু ভূঁইয়া বলেন, আমরা আজ সবাই একত্র হয়েছি, কিন্তু সত্য হলো—বিগত সময়ে আমাদের একত্র হতে দেওয়া হয়নি। তৎকালীন সরকার পরিকল্পিতভাবে সমাজের বিভিন্ন শ্রেণিকে বিভক্ত করে রেখেছিল, যাতে করে তারা সহজেই নিজেদের স্বার্থ হাসিল করতে পারে।
সাংবাদিক সমাজের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে সাংবাদিকদেরও বিভিন্নভাবে বিভক্ত করে অন্যায়, দুর্নীতি ও অপকর্ম আড়াল করার চেষ্টা করা হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি শুরু থেকেই স্পষ্ট করে বলতে চাই—আমি যদি কোনো অন্যায় করি, আপনারা নির্ভয়ে আমার বিরুদ্ধেও লিখবেন। এতে করে আমার নেতা-কর্মীরাও সতর্ক থাকবে এবং অন্যায় করার সাহস পাবে না। তিনি আরও বলেন, সাংবাদিকতা যেন আর কারো পক্ষে বা বিপক্ষে না গিয়ে সত্যের পক্ষে দাঁড়ায়। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই সাংবাদিকতার মূল দায়িত্ব। সাংবাদিকরা জাতির বিবেক—তাঁরা সবসময় জনগণের কল্যাণ ও সেবায় কাজ করে, বলেন দিপু ভূঁইয়া।
মতবিনিময় সভায় রূপগঞ্জে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকরা রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও নাগরিক সমস্যাবলী নিয়ে বিভিন্ন মতামত ও প্রশ্ন তুলে ধরেন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও