• শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারেক রহমানের প্রত্যাবর্তন, সাতটি ট্রেন ভাড়া নিচ্ছে বিএনপি সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসেম্বরে ১৭ দিনেই রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার সংসারে ভাঙন আর হুমকি-সাইবার বুলিংয়ে বিষণ্নতায় ভুগছিলেন জান্নাতারা রুমী জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি: প্রধান বিচারপতি দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে: বাবর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত ঢাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, গায়েবানা জানাজা শুক্রবার তারেক রহমানের ফিরে আসা স্মরণীয় করে রাখার উদ্যোগ

পীরগঞ্জে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রভাত রিপোর্ট / ৯২ বার
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সেনানীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সকাল সাড়ে ৮টায় পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ প্যারেড অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুর কবীর, পুলিশের এএসপি (সার্কেল) আব্দুল হাই সরকার, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম এবং জামায়াতে ইসলামের সাবেক আমির বাবলুর রশিদ প্রমুখ।
এছাড়াও দিবসটি উপলক্ষে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধভিত্তিক আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
সার্বিকভাবে মহান বিজয় দিবস উপলক্ষে পীরগঞ্জ উপজেলায় ছিল দেশাত্মবোধক আবহ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এক গৌরবময় আয়োজন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও