• বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘১০ মাসে আটটি যুদ্ধ থামিয়েছি’, ভাষণে ট্রাম্পের দাবি তাইওয়ানকে রেকর্ড ১ হাজার ১০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জ্বালানি তেল আমাদের, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী ‘ডেথ সেলে’ ইমরান খান, অথচ ক্রিকেট–বিশ্ব নীরব কেন ২০২৫ সালে ৫ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিলো যুক্তরাষ্ট্র বেশিরভাগ অভিবাসীকেই ‘অবৈধ’ মনে করেন ইউরোপীয়রা চার পেনাল্টি ঠেকিয়ে পিএসজি জিতলো প্রথম বৈশ্বিক শিরোপা এমবাপ্পের জোড়া গোলে বড় অঘটন থেকে বেঁচে গেছে রিয়াল মাদ্রিদ

পবিত্র রমজান কবে শুরু, ঈদ কবে হতে পারে—জানাল আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি

প্রভাত রিপোর্ট / ১০ বার
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রভাত ডেস্ক: নতুন বছর আসার আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারা ভ্রমণ ও ছুটি কাটানোর পরিকল্পনা করছেন। আগামী বছর দেশটির মোট ১২ দিনের সরকারি ছুটির মধ্যে সবচেয়ে বড় অংশ পড়ছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহায়। সরকারি আইন অনুযায়ী, ঈদের তারিখ পরিবর্তন করা যায় না। হিজরি ক্যালেন্ডারের ওপর নির্ভর করে চাঁদ দেখা অনুযায়ী ছুটি নির্ধারিত হয়। তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযযায়ী সম্ভাব্য তারিখ অনুমান করা সম্ভব।
ঈদুল ফিতরের ছুটি চার দিন: জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ২০ মার্চ শুরু হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল–জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যাওয়ার সম্ভাবনা আছে।
সে অনুযায়ী রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি। চলবে ২৯ বা ৩০ দিন। সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতি অনুযায়ী রমজান যদি ৩০ দিনের না হয়, তাহলে ৩০তম দিনটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। এ ক্ষেত্রে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি হতে পারে।
ঈদুল আজহায় সর্বোচ্চ ছুটি ৬ দিন: ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহায় হতে পারে বছরের অন্যতম দীর্ঘ সরকারি ছুটি। এই ছুটি শুরু হয় জিলহজ মাসের ৯ তারিখ আরাফাত দিবস থেকে; এরপর জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ ঈদুল আজহা পালিত হয়।
ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) ২০২৬ সালের সরকারি ছুটি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা হতে পারে ২৭ মে। এই ছুটি চলবে ২৯ মে পর্যন্ত। সপ্তাহান্তের শনি ও রোববার মিলিয়ে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করতে পারেন। অন্য সব ইসলামি ছুটির মতোই সংযুক্ত আরব আমিরাতের ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করে চাঁদ দেখার ওপর। কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের কাছাকাছি এসে চূড়ান্ত ছুটির তারিখ নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও